শিবগঞ্জের তর্ত্তিপুরে হিন্দু ধর্মবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ


শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:প্রতিবছরের মতো এবারো শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন।

স্থানীয় কয়েকজন বৃদ্ধ জানান, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্গুন মাসেও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-নারীরা বাস, মিনিবাস, মাইক্রো, সিএনজি, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পূর্বদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে।

শুক্রবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল। প্রায় নারীই বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়। ৮৭ বছরের শ্রীমতী দেবী রানী জানান, সংগৃহীত এ পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করে থাকি। তর্ত্তিপুর মহাশ্মশান ও গঙ্গাস্নান কমিটির সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান তর্ত্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন।

এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। তিনি আরও বলেন, এ বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, বাঁশ-বেত সামগ্রী ও লোহা লক্কড়ের দোকানসহ পূজা এবং পালাক্রমে কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আগত হিন্দু নারীরা বিভিন্ন ধরনের জিনিষপত্র ক্রয় করে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ