শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১২:০৪ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের মোমিনুল ইসলাম শিমুলকে সভাপতি ও মাসুদ রানা পাইলটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গত শুক্রবার সন্ধ্যায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা ছাত্রদল।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি তোরিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক সুমন আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোমিনুল ইসলাম শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি সায়েমা খাতুন, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক হাফিজুর রহমান সুমন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি দেলোয়ার জাহান দোলন, সিনিয়র সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক কুইক, যুগ্মসাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি প্রমুখ। পাঁচ সদস্যের নাম ঘোষণা করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেন উপজেলা ছাত্রদল।

এ বিভাগের অন্যান্য সংবাদ