বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ মে নির্বাচন কমিশনের পত্রের নির্দেশের আলোকে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন বাদ দেওয়া হলো। তবে নির্দিষ্ট করে কোন বিষয় উল্লেখ করা হয়নি।
এর আগে নির্বাচন কমিশন পরিচালনা-২ এর উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে দুলর্ভপুরসহ দেশের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।