শিবগঞ্জের পাঁকা ইউপির বাজেট সভা

আপডেট: মে ৩১, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ব্ধুবার (৩১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব সজীব কুমার সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল উদ্দিন, ইউপি সদস্য রুহুল আমিন, বাসেদ আলী, আনিকুল ইসলাম, কাজল আলী, রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য বিজলী বেগম, শিরিন বেগম ও রোসিনা বেগম প্রমূখ। এছাড়া স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। শেষে বাজেট সভায় আয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৪৫৮ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৭ লাখ ১২ হাজার ৩৩৯ টাকা। এছাড়া ৮ লাখ ২৪ হাজার ১১৯ টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব সজীব কুমার সাহা।

এ বিভাগের অন্যান্য সংবাদ