সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার পাঁচুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর চারটার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার পাঁচু হলো আড়গাড়াহাট এলকার কুসুমুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর চারটার দিকে এসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচুকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, পাঁচুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে আসছিল। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৮-১০টি চুরি, ডাকাতি ও খুনের মামলা রয়েছে। ডাকাত সর্দার পাঁচু পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গতকাল দুপুরেই ডাকাত সর্দার পাঁচুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।