শিবগঞ্জে অগ্নিকাণ্ডে বাড়ির ৪টি ঘর পুড়ে ভষ্মিভুত

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



শিবগঞ্জে অগ্নিকা-ে একটি বাড়ির ৪টি ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে করে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
এলাকাবাসী ও শিবগঞ্জ থানা সূত্রে জানান গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর চামাটোলা গ্রামের কোফিল উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে রান্না ঘর  থেকে আগুনের সূত্রপাত থেকে অগ্নিকা-ে তার ৪টি ঘর ও ঘরে থাকা ৩ টি ছাগল, ১টি মোটরসাইকেল, স্বর্ণালঙ্করসহ বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার দাবি করেন। এ সময় এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ