শিবগঞ্জে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৯ পরিবাররের প্রত্যেককে ছয় হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রকল্প      বাস্তবায়ন অফিসের উদ্যোগে সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত ২৮ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে আজমতপুর রিফিউজিপাড়ায় ১৩টি বাড়ি-ঘরের প্রায় ২৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়। এনিয়ে বিভিন্ন গণ্যমাধ্যম ও পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ