শিবগঞ্জে অগ্নিকা-ে তিন বাড়ির ১৭টি ঘর ভস্মিভুত

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জের দূর্লভপুরে অগ্নিকা-ে তিনটি বাড়ির  ১৭ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সাজেমান আলি, রফিক উদ্দিন জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সাদিকুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি বাড়ির ১৭টি ঘর পুড়ে ভস্মিভুত হয়। বিকেল ৪টার দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে  প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।
সাদিকুল মাস্টার বলেন, আমার রান্নাঘর থেকে ছোট ছেলেদের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে জাব্বার আলি, ধুলু, সেলিম, আলিম, জামাল, রফিক, আজিজুল হক জুমেনসহ আরো কয়েকজনের ১৭টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।
জাব্বার আলি জানান, আমার নগদ ১ লাখ ২০ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়াও তাদের ঘরে যা ছিল সবই পুড়ে গেছে। কিছুই বের করতে পারেনি।
এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ম্যন আলিম আনসারী জানান, সংবাদ পেয়ে দুটি গাড়িসহ ১০জনের একটি টিম ঘটনাস্থলে যাবার সময় রাস্তা খারাপের জন্য পানির গাড়ি ফিরে এসেছে। তবে ছোট গাড়িটি গেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা লিডার ম্যন মিনহাজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ