মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞতনামা এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে থেকে মরদহেটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার পূর্বপাশে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
শিবগঞ্জ ডিগ্রি কলেজ’র নাইট-গার্ড ইব্রাহিমের বরাত দিয়ে ওসি আরও জানান, মৃত ব্যক্তি গতকাল শুক্রবার রাত ৮.৩০টায় কলেজের সামনে বসে ছিলো ও তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় বলে জানিয়েছিল। লোকটি শনিবার সকাল থেকে ওই স্থানে শুয়ে ছিল। রাস্তার লোকজন মনে করেছে, ভারসাম্যহীন ব্যক্তি জীবিত আছে। পরবর্তীতে নাইট গার্ডসহ আশেপাশের লোকজন বিকাল সাড়ে তিনটায় ডাকাডাকি করে দেখে লোকটি মারা গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মারা যাওয়া লোকটি বিভিন্ন এলাকায় ভবঘুরে ও পাগলের মত চলাফেরা করত বলে ওসি জানান।