রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে অতি দরিদ্রের চল্লিশ দিনের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সংরক্ষিত ও সাধারণ আসনের সকল ইউপি সদস্যগণ। ২০১৬-১৭ অর্থবছরের ইউনিয়নের মোট ৫টি প্রকল্পের ২৪৩ জন শ্রমিকের মোট বরাদ্ধ ১৯ লাখ ৪৪ হাজার টাকা। কর্মসূচির শ্রমিকের তালিকায় পুরুষ শ্রমিক ১৬৯ জন ও মহিলা শ্রমিক ৭৪ জন।