মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ারকে (৩৫) একটি মুদি দোকানের বিভিন্ন উপকরণ দিয়ে পুনর্বাসন করল উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রতিবন্ধী এ ব্যক্তির দুই বছরের ১ ছেলে ও ১ বোনও দৃষ্টি প্রতিবন্ধী।
আনোয়ারের বিধবা বোন সানয়ারা (৩০) ও একই পরিবারের তিনজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা ভিক্ষা করে মানবতার জীবনযাপন করছিলেন। বিষয়টি বিভিন্ন গণম্যাধমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় একটি মুদি দোকানের মাল সামগ্রী দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাবুজ্জামান আল-ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পরে এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাবুজ্জামান আল ইমরান ভবিষ্যতেও দৃষ্টি প্রতিবন্ধী এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।