শিবগঞ্জে অবৈধ বালি উত্তোলনের দায়ে দুইজনের দন্ড

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ট্রাক্টর চালক রাসেল আলীকে (২৩) ২০ দিনের জেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে (৫০) ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চর কানছিড়া জ্যাতপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লতিব আলীর ছেলে ট্রাক্টর চালক রাসেল আলী (২৩) ও একই ইউনিয়নের মৃত তাজবুল হকের ছেলে জিয়ারুল ইসলাম (৫০)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে পদ্মা নদীর তীর থেকে অসাধু ব্যবসায়ীরা বালি উত্তোলন করে আসছিলেন- এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে চর কানছিড়া জ্যাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর চালক রাসেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রাসেলকে ২০ দিনের জেল ও ট্রাক্টর মালিক জিয়ারুলকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতে কেউ এ ধরণের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ