শিবগঞ্জে অসহায় ও ভিক্ষকদের ক্ষুদ্র ঋণ বিতরণ

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল ও ভিক্ষুকদের পূর্ণবাসন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ সেবা অফিসের আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিষার মো. আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক(যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

বিশেষ অতিথি হিসাবে ্উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম। স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস।

আলোচনা সভা শেষে ভিক্ষুক পূর্ণবাসন উপলক্ষে লাইলী, রোসনারা ও জাবিদা নামে তিনজন ভিক্ষুককে ১৫টি করে হাস ও মুরগী প্রদান.দুইজন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল প্রদান, একজন শিশুক ও তার মাকে সূবর্ণ নাগরিক কার্ড প্রদান উপলক্ষে একজন শিশু ও তার মাকে শিশু উপকরণ প্রদান, পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওয়াতায় কমলাকান্তপুর,পূর্ব শ্যামপুর, দ্বোভাগী সমাজসেবা গ্রামকে এক লাখ টাকা টাকা করে ও বাল ূটুঙ্গী মাতৃকেন্দ্র কে ৯৫ হাজার টাকা ক্ষুদ্্র ঋণ বিতরণ করা হয়।