মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসুস্থ ছাগল জবাই করার অপরাধে এক যুবককে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজারে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত যুবক আওয়াল (২২) উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী লক্ষীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
এলকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) কল্যান চৌধুরী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নিয়াজ কাজমীর রহমান, শ্যামপুর ইউপি চেয়ারম্যন খাইরুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা শ্রী সুব্রত কুমরা সরকারসহ চার সদস্যের একটি দল উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকায় অভিযান চালিয়ে অসুস্থ ছাগল জবাই করা অবস্থায় জবাইকারী আওয়ালকে হাতেনাতে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আওয়ালকে ৩ মাসের কারাদ-ে দ-িত করা হয়। অন্যরা টের পেয়ে পালিয়ে যায়।
দীর্ঘদিন ধরে চামাবাজারে অসুস্থ ও মরা ছাগল জবাই করে রাজশাহীসহ বিভিন্ন স্থানে মাংস পাঠানোর অভিযোগে সাম্প্রতিককালে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ১২জানুয়ারি ওই এলাকার দুইজনকে ভ্রাম্যমাণ আদালত এক মাস কারাদ- দিয়েছেন।