শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার এক

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৪৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব সদস্যরা শিবগঞ্জের গঙ্গারামপুর এলাকা থেকে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী একই উপজেলার জমিনপুর পশ্চিমপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহ আলম (২৫)।
র‌্যাব জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ব্যবসায়ী শাহ আলমকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ