শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :
পূর্ব শত্রুতার জের ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের আবদুল খালেকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে তার একটি গো-খাদ্যের দোকান থেকে ইফতারীর জন্য নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম আজম। এ সময় শেখটোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা চালালে গুরুতর আহত হন তিনি।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি মামলা হয়েছে। তবে এখন কেউ গ্রেফতার হয়নি।