রবিবার, ৭ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
র্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শামীম রেজা (২২) নামের একজনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-৫, রাজশাহীর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের লসমনপুর মিস্ত্রীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার র্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের এএসপি নূরে আলম’র নেতৃত্বে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের লসমনপুর মিস্ত্রীপাড়ায় অভিযান চালায়। এসময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কিরনগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে শামীম রেজা (২২) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। এসময় র্যাব তার কাছে থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি, একটি মোবাইল সেট ও নগদ ৪৬০ টাকা উদ্ধার করে।