শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তোহুরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবক উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের পারুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল লছমানপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তুল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তোহুরুলকে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ