শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার এক

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চেকপোস্ট নামক এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুরুল হুদা (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুরুল হুদা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের মিছা মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মুসলিমপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী দুরুল হুদাকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।