শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেরে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দবারিকবাজার এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকার চাকলা হাঁড়িপুকুর গ্রামের মাদিকুলের ছেলে বাবু (২৫) এবং সোনমসজিদ স্থল বন্দরের গাজীপুর গ্রামের আফসারের ছেলে ইব্রাহিম (৩০)।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দুবারিকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ