সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
আবউদল রহিম ও মাসুদ-র্যাব জনসংযোগ
শিবগঞ্জে পিস্তুল, ম্যাগজিন, গুলি, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার বিকেলে উপজেলার খাসেরহাট-কানসাট রোডের কামাত গ্রামের একটি আম বাগান থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার কমান্ডার এএসপি একেএম এনামূল করিমের নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট-কানসাট রোডের কামাত গ্রামের পার্শে একটি আম বাগানে অভিযান চলানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তুল, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবউদল রহিম (২৭) ও মৃত মুনসুর আলীর ছেলে মাসুদকে (২২) হাতেনাতে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে এবং আসামিদের পুলিশের সহায়তায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।