মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে আম কেনাবেচা, যানজট, আম লোড-আনলোড, সড়কের ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ও কানসাট আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপুসহ অন্যরা। সভায় কানসাট আম বাজারে আম কেনাবেচা, যানজট, আম লোড-আনলোড, সড়কের ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।