শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
আম, পান, নকশিকাঁথা, কালাইরুটি, শিবগঞ্জের আদি চমচম, কাসা পিতল, লাক্ষা রেশন, বর, গম্ভিরা ও আলকাপ বাড়ানো সুপরিচিতি শিবগঞ্জে চলছে আগামী সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের হওয়া। যে আসনে মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন দলের পাঁচজনসহ ও অন্য দলের নেতারা। নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জে) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতা ভোটারদের দ¦ারে দ্বারে ধর্ণা দিচ্ছেন।
সকলেই মনোনয়ন প্রত্যাশী হলেও এ মূুহূর্তে বলা যাচ্ছে না কে পাবেন দলীয় মনোনয়ন। তবে এলাকায় প্রচারণার সাথে কেন্দ্রেও জোর তদবির চালাচ্ছেন নেতারা। অন্যদিকে বিএনপিতেও একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা আপাতত, আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত। তবে শিবগঞ্জের রাজনীতিতে আলোচনায় থাকা জামায়াতও নিরবে চূড়ান্ত করে ফেলেছে সংসদ নির্বাচনে তাদের দলীয় প্রার্থী।
৫২৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তনের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন গঠিত। জনসংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ২৬৭ জন। তবে বর্তমান জনসংখ্যা প্রায় ৮ লাখ। ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ২৮২ জন। পুরুষ ভোটার দ্ইু লাখ ৪১ হাজার ৮৫৯ জন এবং নারী ভোটার ২লাখ ৩০ হাজার ৪২৩ জন।
ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৮টি, ভোট কক্ষের সংখ্যা ১০৪৩, অস্থায়ী ৭৮টি এবং অস্থায়ী কেন্দ্র এবং পরিবর্তিত কেন্দ্রের সংখ্যা ৩টি। জেলায় অর্থনীতিতে ভূমিকার রাখার মত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজদি স্থলবন্দর ছাড়া ঐতিহ্য ধারণ করেছে ছোট সোনা-মসজিদ ও গৌড় সাম্রাজ্য।
এ আসনে আওয়ামীলীগের পাঁচ নেতা প্রচারণায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার মার্কায় ভোট প্রার্থনা করছেন।
এই নেতারা হলেন, জেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সমাজ কল্যাণ মস্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, সাবেক সংসদ সদস্য ও কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী।
তবে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল গত পাঁচ বছরে সরকারের পক্ষ থেকে অবকাঠামো, রাস্তাঘাট ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দেখালেও দলীয় নেতাকর্মীদের সাথে তার যোগাযোগের ঘাটতি আছে। সাধারণ মানুষের সাথে তার নিকটতম আত্মীয়দের দুর্ব্যবহারের অুিভযোগ আছে। এতে তার ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন হলেও তার আত্মবিশ^াস নেত্রী তাকে মনোনয়ন দিবেন।
অন্যদিকে, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের নাম খুব জোরেসোরে শোনা যাচ্ছে। এরা দু’জনই দলীয় মনোনিয়ন পেতে শতভাগ বিশ^াসী ।
সেয়দ নজরুল ইসলামের দাবী গত পাঁচ বছর ধরে তিনি ও তার পরিবার শুধু জনগণের কল্যাণে কাজ করছেন। মূল দল সহ অঙ্গসংগঠনের সব নেতাকর্মী তার সাথে আছে। তিনি দলকে বিগত ্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি গোছাতে সক্ষম হয়েছেন। তিনি আশাবাদী যে নেত্রী তাকেই মনোনয়ন দিবেন।
অন্যদিকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান বিভিন্ন সময়ে উচ্চপদস্থ কর্মকর্তা থাকাকালে ব্যাপক হারে বেকার সমস্যার সমাধান, শিবগঞ্জে সবচেয়ে বেশি সুবিধাভোগীদের সুযোগ করে দেয়া, সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও চিকিৎ]সা প্রতিষ্ঠান গড়তে বড় ধরনের অবদান রেখেছেন। তাছাড়া আওয়ামীলীগের সাবেক ও বর্তমান কিছু শক্তিশালী নেতা কর্মী নিয়ে তিনি দীর্ঘদিন যাবত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করে চলেছেন। তার আশা, নেত্রী গুণগত মান নির্ণয় করেই তাকে মনোনয়ন দিবেন। সে ক্ষেত্রে তিনি শতভাগই আশাবাদী।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও পল্লী বিদ্যুৎ অন্দোলনের নেতা গোলাম রাব্বানী জোর প্রচেষ্টা চালাচ্ছেন মনোনয়ন পেত্ ে। তবে দলের কর্মিদের প্রতি তার দুর্ব্যবহার তাকে অনেক দূরে ঠেলে দিতে পারে বলে খোদ আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন। আওয়ামীলীগের আরেক নেতা শিবগঞ্জ উপজেলা আাওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক। তবে তিনি ব্যবসার কারণে বেশির ভাগ ঢাকাতে অবস্থান করায় জনগণের সাথে তার সংশ্লিষ্টতা কম বলে জানা গেছে। আওযামীলীগের সব নেতাই নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ চালিয়ে গেলেও লবিং-গ্রুপিং এর কথা অস্বীকার করে বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার হয়েই কাজ করবেন বলে জানান। সরকার রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন নিয়ে আইনি জটিলতা থাকলেও শিবগঞ্জ আসনে এরই মধ্যে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত করে অনলাইনে প্রচারণলা চালাচ্ছে ্এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগের ভিত্তিতে দলীয় প্রার্থী হিসাবে নিরব গণসংযোগ চালিয়ে যাচ্ছে। জামায়াতের রাজশাহী মহানগরীর আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কেরামত আলী এরই মধ্যে ভোটারদের কাছে দোয়া চেয়ে ফেসবুকে প্রচারণাও শুরু করেছেন।
এ আসনে বিএনপি চেয়ারপারশনের উপদেষ্টা শাহজাহান মিয়ার বাইরে বেশ কয়েকজন নেতা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তার মধ্যে অন্যতম রাজশাহী বিভাগের সহ সংগঠনিক সম্পাদক শাহীন শওকত। তবে কোনো নেতাই আগামী নির্বাচনে প্রার্থী হওয়া বা অংশ নেয়ার বিষয়ে কথা বলতে চান না। তাদের ভাষ্য আপতত তারা আন্দোলন সংগ্রাম নিয়েই ভাবছেন। তত্ত্বায়ধায়ক সরকারের অধিনে ভোট আয়োজন নিশ্চিত করাই তাদের দলের এখন মূল লক্ষ্য।