বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কসমেটিকসের দোকানে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক সোহাগ আলী। বুধবার উপজেলার শ্যামপুর চামাবাজারে এ ঘটনা ঘটে। মালিক সোহাগ আলী বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকালে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে।
এতে প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল ছিল। তিনি আরও বলেন, গত দুই বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছে। সেই থেকে পরিবারের দায়িত্ব নিতে এই দোকান গড়ে তুলেছিলাম। কিন্তু ১০ মিনিটের আগুনে সব স্বপ্ন শেষ হয়ে গেলো। পার্শ্ববর্তী স্টুডিও মালিক মিষ্টার আলী বলেন, স্থানীদের সহযোগীতায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।