সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান ও দশভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে টিন নগদ টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস মনসকষা ইউনিশনের পারচৌকা রাঘববাটি গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ ছয়টি পরিবারকে ১২ বান্ডিল ঢেউটিন(প্রতিবারকে দুই বান্ডিল করে) ও প্রতি পরিবারকে আগামী রবিবার ছয় হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।একই সময়ে দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম ক্ষতিগ্রস্থ ছয়টি পরিবারের মাঝে নগদ টাকা প্রদসন করেন। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যয়সন সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত হয়ে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ পাঁচ হাজার করে এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।