বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ জমিজমা সংক্রান্তে আদালতে মামলার বিচারাধীন থাকা সত্বেও সীমানা প্রাচীর নির্মাণ অভযোগ উঠেছে মোঃ রেজাউল করিম ওরফে এজাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও কেনো অবৈধভাবে সীমান প্রাচীন নির্মাণের প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল লতিব নামে জমি ক্রয়কৃত মালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ মৌজার জেএল ১৪৭ নং এর ২৫৬০ খতিয়ান ও ৪৬ দাগের ৪ দশমিক ১২ একর জমি ২০২১ সালের ১৮ জুলাই ৬৮৮৮ নম্বর দলিল মূলে ক্রয় সূত্রে জমি মালিক হোন আব্দুল লতিব এবং দখল ভোগ করছিলেন। বিজ্ঞ আদালতে দেওয়ানী ২৭৩/২১ অঃ প্রঃ অগ্রক্রয়ের মামলা করেন শিবগঞ্জ পৌর এলাকার মোমিনপাড়ার রেজাউল করিম (এজাবুল)।
মামলাটি বর্তমানে বিচারাধীন থাকা সত্বেও অবৈধভাবে ইট দিন প্রাচীর নির্মাণ করেছেন যা আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন আব্দুল লতিব।
আব্দুল লতিব বলেন, আমি রেজাউল করিমের বড়য়ের কাছে ১৯ লাখ টাকা দিয়ে জমিটি ক্রয় করেছি। জমি ক্রয় করার পূর্বে আমি তাদের পরিবারের সকলকে অবগত করেছিলাম যে তারা জমি নিবেন কি না। সে সময় তারা জমি নিবেন না বলে আমাকে সাফ জানায়। কিন্তু জমি রেজিষ্ট্রি করার পরে রেজাউল করিম আদালতে দেওয়ানী ২৭৩/২১ অঃ প্রঃ অগ্রক্রয়ের মামলা করেন। আমি আদালতের সম্মানার্থে কোন বাড়ি বা কোন প্রতিষ্ঠান নির্মাণ করিনি। কিন্তু রেজাউল করিম অবৈধভাবে আমার ক্রয় করা জমির উপর ইট দিয়ে প্রাচীর নির্মাণ করেছেন। আমি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য মহামান্য আদালত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে অনুরোধ জানাচ্ছি।
এদিকে, রেজাউল করিম এজাবুল জানান, আমার ভাই আমাদের কিছু না জানিয়ে চুরি করে জমি বিক্রি করেছে ১২ লাখ টাকায়। কিন্তু আব্দুল লতিব দলিলে ১৯ লাখ টাকা দেখিয়েছেন। আমি জমি নেয়ার জন্য আদালতে ১৯ লাখ টাকা দাখিল করেছি। তিনি সে টাকা উত্তোলন করে নিলে আমার আপত্তি নেই। কিন্তু আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও কেনো অবৈধভাবে প্রাচীর নির্মাণ করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, আমি প্রাচীর দিয়েছি এটা সত্য। কিন্তু আদালত অবমাননা হয়েছে কি না সেটা আমার জানা নেই। যদি ভুল হয়ে থাকে তাহলে আদালত আমার বিচার করবেন।
এব্যাপার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই সোহেল রানা বিশ্বাসের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।