শিবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: মার্চ ৩০, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম ও অস্বচ্ছলদের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জিকে ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরেট ইকবাল মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃৃবৃন্দ। অনুষ্ঠানে এতিম ও অস্বচ্ছলদের মাঝে ২ হাজার ইফতার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ