মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি :
শিবগঞ্জে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।
আটককৃত যুবকরা হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুরগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে পলাশ আলি(২৪), একই গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক(৪০), একই ইউনিয়নের বালিযাদিঘী কলোনীপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫) ও মৃত হযরত আলির ছেলে ইউসুফ আলি (৩০)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবর (২৬জানুয়ারি) রাত ১১টার দিকে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী আব্দুলপুরগ্রাম
এলাকায় অভিযান চালিয়ে ১৪০পিস ইয়াবাসহ হাতেনাতে উক্ত চারজনকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং আটককৃত চারজনকে থানা পুলিশের সহাযতায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।