সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে গত শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির উদ্ধারকৃত লাশের পরিচয় পেয়েছে পুলিশ। সে একজন ভারতীয় গরুর রাখাল ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তি ভারতের মালদাহ জেলার ১৬ মাইল থানার পারদেওনাপুর গ্রামের কাশিম শেখের ছেলে মানিকুল শেখ (৪২)। সে একজন গরুর রাখাল বলে ছিল। গত শনিবার দুপুরে ৩-৪ জন ব্যক্তি একটি কালো মাইক্রোবাসে করে মরদেহটি উজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়ার বালুঘাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।