শিবগঞ্জে ঐতিহ্যবাহী ‘গাদ্দি’ খেলার উদ্বোধন

আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের নামো টিকরী যুব সংঘের আয়োজনে হারিয়ে যাওয়া বাংলার ১৬টি দলের অংশগ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী গাদ্দি (বর্দন বা বাদল) টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে রোববার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে চার দিকে মোবারকপুর ইউনিয়নের নামো টিকোরী গ্রামের একটি আম বাগানে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম হায়দারী।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নিরালা যুব সংঘ গাদ্দি দল বনাম নামো টিকরী প্রবাসী গাদ্দি দল। নামো টিকরি যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম মারুফের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক শিমুল আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুজ্জামান শিমুল সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় খেলা উপভোগ করতে শিশু, বৃদ্ধ ও নারীসহ সহস্রাধীন মানুষ অংশগ্রহণ করে।

খেলা দেখতে আসা সাইরুল ইসলাম বলেন, জমকালো গাদ্দি খেলা দেখতে খুব ভাল লাগছে। যুব সমাজকে মাদকমুক্ত করতে এ খেলাটি জোরালা ভূমিকা রাখবে বলে আমি বিশ^ার করি। খেলার আয়োজক নামো টিকরি যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম মারুফ বলেন, গ্রাম বাংলার মানুষের কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাদ্দি খেলার ধারাবাহিকতা ধরে রাখতে এ উদ্যোগ। এ খেলা চালু রাখার মাধ্যমে তরুণ ও যুব সমাজ মোবাইল ও মাদকাসক্ত থেকে সরে আসবে বলে আশা করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ