মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলমের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৭ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু প্রমুখ।