শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আল-মামুনুর রশীদ।

এ সময় শিবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এনামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করে। ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলনের আহবান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ