শিবগঞ্জে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে। মুক্তি পাবে সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপকর্ম। উদ্বোধনী খেলায় ৬ উইকেটে চককীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ নয়ালাভাঙ্গা ইউনিয়ন দল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ অন্যরা।

এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।

Exit mobile version