শিবগঞ্জে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে গরীব অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার শ্যামপুর বটতলা প্রাইমারি স্কুল চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আবু তালেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য রাসেল আহমেদ, শ্যামপুর ইউনিয়নের কাজী দুরুল হোদা, হাদিনগর জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুল ইসলাম, মাওলানা আঃ লতিব প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক জেম হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সহ অন্যরা।

উল্লেখ্য, বিভিন্ন জায়গার তরুণদের নিয়ে গঠিত ‘চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন’স্বেচ্ছায় রক্তদান রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ