শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর (৩২) নামে এক যুবক চাচা ও চাচাতো ভাইয়ের হাতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৩২) সঙ্গে জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার চাচা এনামুল হক এবং চাচাতো ভাই নিপু (২৬) ও ফাইজুদ্দিন (২৩) প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা এনামুল হক ও চাচাতো ভাই নিপু ফাইজুদ্দিন লাঠি দিয়ে আলমগীরের মাথা ও শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা খারাপ হওয়ার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে  চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মারা যান। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মুরাদ আলি জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ