রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় রাজন আলী (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত রাজন আলী শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। মামলার বাদী মো. আশিক উপজেলার পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মামলার বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে রাজন আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেও একটি ছিনতাইয়ের ঘটনায় আশিক নামের এক যুবক রাজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই সাইফুল বলেন, রাজনের নেতৃত্বে একটি চক্র রয়েছে। যারা মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, রাজনের বিরুদ্ধে প্রায়ই ছিনতাইসহ নানা অভিযোগ মৌখিকভাবে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় গ্রেপ্তার করা যায়নি। লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলী রাজ বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।