শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর ও শিবগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল তোয়াবের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আরিফ মাহমুদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ