বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান এবং ‘সমবায়ে-ই-শক্তি, সমবায়ে-ই-মুক্তি’ প্রতিবাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার, যুব উন্নয়ন অফিসার আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বিরআহমদ , শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি।
পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।