শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


‘সমাজসেবায় গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হলে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এ আবু সুফিয়ান।
উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সিনিয়ন উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার শাহাদাৎ হোসেন, এলজিইডি অফিসার ছাবের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা। সামাজিক কাজে অবদান রাখায় বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করা হয়।