শিবগঞ্জে জাল রুপি ও মেশিনসহ গ্রেফতার দুই

আপডেট: এপ্রিল ২, ২০১৭, ১২:৩৫ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



জাল টাকা, ভারতীয় জাল রুপি, ছাপানোর মেশিন ও সরঞ্জামাদীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বালিয়াদিঘি গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সোনামসজিদের বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর উত্তরপাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদেকুল।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এসআই আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ শাহাবাজপুরা ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরের ৩ নম্বর গেট এলাকার নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় ৫০ হাজার ৫শ জাল রুপি (এক হাজার টাকার ৪৯টি, ৫শ টাকার নোট তিনটি) ও বাংলাদেশি ২০ টাকার ৯০টি জাল নোট মিলয়ে সর্বমোট ৫২ হাজার ৩শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও সাদেকুলকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ