শিবগঞ্জে জিম্মি দম্পতিকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে জিম্মি থাকা এক দম্পত্তিকে উদ্ধারে গিয়ে হামলা ও লাঞ্ছিত হয়েছেন পুলিশের একটি দল। নেতৃত্বে থাকা থানার এসআই মেহেদি হাসানের নাম জানা গেলেও অন্য পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। এদিকে পুলিশের ওপর আক্রমণের ৪৭ সেকেন্ডের সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি আমবাগানে অর্ধশতাধিক নারী-পুরুষ-শিশু চিৎকার, চেচাঁমেচি ও ছোটাছুটি করছে। দুই ব্যক্তি একদল লোক এসআই মেহেদীর ওপর হামলা করছে ও তাড়া করছে। অন্য পুলিশেরা তাকে রক্ষা করা চেষ্টা করছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর মিয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে হয় শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের সাহেব আলীর ছেলে বেলালের। পরে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় শনিবার (২ নভেম্বর) মেয়েপক্ষের লোকজন ছেলে পক্ষের বাড়িতে গেলে আটকে রাখে। তবে ছেলে পক্ষ আটকে রাখার ঘটনাটি অস্বীকার করেন। পরদিন মেয়ে পক্ষের লোকজনকে ছেলে পক্ষ জিম্মি করে রেখেছে বলে থানায় অভিযোগ করেন। রোববার (৩ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে আসেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে ৫ পুলিশসদস্য ঘটনাস্থলে গেলে এ ঘটনা ঘটে। তবে পুলিশকে পেটানোর বিষয়টি অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে শিবগঞ্জথানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, আমাদের মারধর করা হয়নি। আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। পরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে এসেছি।