শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে শহীদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে জিয়া পরিষদ শাখার আয়োজনে কানসাট রাজবাড়ি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মোশাব্বর আলী।
জিয়া পরিষদের সভাপতি ঈদি আমিন বাবুর সভাপতিত্বে ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহীদ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজিরুল ইসলামসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় রহনপুর ক্রিকেট একাডেমি ক্রিকেট দলকে হারিয়ে জয়লাভ করে শাহাবাজপুর সোহাগ মৎস্য খামার ক্রিকেট দল।