শিবগঞ্জে জিহাদি বইসহ জেমবি সদস্য আটক

আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৪১ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


জামাল উদ্দিন-র‌্যাব জনসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিহাদি বইসহ জামাল উদ্দিন (৫০) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট- ভোলাহাট রোডের রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জামাল উদ্দিন উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর রানীহাট্টি গ্রামের মৃত গুদর মন্ডলের ছেলে।
র‌্যাব ৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫এর রাজশাহীর সিপি এসপি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নাধীন কানসাট-ভোলাহাট রোডের রঘুনাথপুর এলাকায় একটি জামে মসজিদের সামনে থেকে জামাল উদ্দিনকে তিনটি জিহাদী বইসহ হাতেনাতে আটক করা হয়। জামাল উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ