রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বোচ্চ করদাতাকে সংবর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারস এন্ড কমার্স ইন্ডাস্ট্রি। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সোনামসজিদ স্থলবন্দরে এই সংবর্ধনা দেয়া হয়। এলিন ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একরামুল হক ২০২২-২০২৩ অর্থ বছরের জেলায় সর্বোচ্চ কর প্রদান করায় তিনি সর্বচ্চো করদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
করদাতাকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স এন্ড কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, নাজিবুর রহমান, সাবেক পরিচালক বাহারাম আলী, এম কোরাইশী মিলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্য মনিরুল ইসলাম, আইনুল হক, সেলিম রেজা, আরিফ উদ্দিন ইতি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চেম্বারের সভাপতি বলেন, সোনামসজিদ স্থলবন্দরের বৈধ পথে যেন অবৈধ মালামাল না আসতে পারে সে বিষয়ে ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। স্থল বন্দরের সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখানে যে হোক না কেন চাঁদাবাজি বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। চাঁদাবাজি রুখতে না পারলে আমাদের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবো না।
বৈধ পথে অবৈধ মালামাল আসলে স্থবন্দরের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসার স্বার্থে অবৈধ মালামাল কোন এজেন্সির মাধ্যমে আসছে, সে সব ব্যক্তিকে চিহ্ন করতে হবে। তিনি আরো বলেন, স্থলবন্দরের সীমানা আরো এক কিলোমিটার রাস্তা বৃদ্ধি করতে চাই যেন স্থলবন্দরের সীমানা বৃদ্ধির সাথে সাথে ব্যবসার বৃদ্ধি হবে।