শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
অপরাধী যাতে দায়মুক্তি না পায়
ঘটনা মর্মান্তিক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের শিশু সন্তানের ওপর বর্বরোচিত হামলা হবে-এটা ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। প্রতিহিংসা কোন পর্যায়ে গেলে একজন শিশুকে গরম চা ঢেলে ঝলসে দেয়া যায়? এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। এ সংক্রান্ত একটি প্রতিবেদবন সোনার দেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এই ঘটনা বিবেকবান যে কোনো ব্যক্তিকে আহত না করে পারে না। তবে যে বা যারাই এই জঘন্যতম কাজ করেছেন তারা যে, সন্ত্রাসী- বিকৃতি মনের মানুষ তা বলাই বাহুল্য।
প্রকাশিত খবরের তথ্যমতে, শিবগঞ্জে দশ বছরের লালচান আলীর শরীরে গরম চা ঢেলে ঝলসে দিয়েছে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। কেননা ওই শিশুর পিতা অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক। ২৭ ডিসেম্বর রাতে শিবগঞ্জ পৌরসভার মর্দানা গ্রামের সুমন আলীর ছেলে লালচান বাড়ির পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি অফিসে গেলে তার শরীরে গরম চা ঢেলে দেয়া হয়। এতে লালচানের মুখমণ্ডলসহ শরীর ঝলসে যায়। ওই শিশুকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাকালে নিয়ে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশে নির্বাচন উৎসবের মত। সাধারণ মানুষ নানাভাবে এই উৎসবে যোগ দেয়। মানুষের এই আগ্রহ গণতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের সম্পৃক্ততার বিষয়টিই প্রতিভাত হয়।
নির্বাচনে সাধারণে মানুষ প্রতিদ্বন্দ্বিতা চায় কিন্তু সহিংসতা চায় না। যারা অসহিষ্ণু-উগ্র-সন্ত্রাসী তারা অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দেয়Ñ যা মানুষকে ব্যথিতই শুধু নয়, ভীতি ও আতঙ্কের আবহ সৃষ্টি করে।
দ্বাদশ নির্বাচনে প্রচারণা চলছে। নিরর্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা ও বিরোধিতাও আছে। কিন্তু প্রতি পরিবারে বড়রা যেমন, ছোটদের মধ্যেও নির্বাচন নিয়ে কৌতুহলের শেষ নেই। না বুঝেই তারা স্লোগান আওড়াতে পারে; এর জন্য শিশুকে প্রতিপক্ষ ভাবা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। লালচানের বিষয়টি একটি মর্মান্তিক ঘটনা হিসেবেই দেখতে হবে। থানা পুলিশ বলছে তদন্ত করে ব্যব্স্থা নিবে। আমরা বিশ্বাস করি, লালচানকে ঝলসে দেয়ার ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাক না কেন তাদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিশু নির্যাতক যাতে কোনোভাবেই দায়মুক্তি না পায়।