শিবগঞ্জে ট্রাকের পিষ্ট হয়ে কৃষক নিহত

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৯ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জে সাইকেল আরোহী এক কৃষক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত কৃষক  উপজেলার কানসাট ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের নেশমোহাম্মদের ছেলে কুতুবউদ্দিন (৪৫)।
কানসাট বাজার এলাকার স্থানীয়া ও নিহতের ভাতিজা আবদুর রাজ্জাক জানান, গতকাল বিকেল ৪টা সময় কুতুবউদ্দিন সাইকেল নিয়ে শিবগঞ্জের দিকে আসার সময় সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী পাথববোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৮-৬৭০৬) কানসাট বাজারের ইসলামী হাসপাতালের সামনে কুতুব উদ্দিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
শিবগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জসদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ