শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরে গতকাল মঙ্গলবার ট্রাক্টরের ধাক্কায় হাবিবুল্লাহ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত হাবিবুল্লাহ একই ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে। নিহতের পরিবার জানায়, গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ ও তারা চাচাতো ভাই মোটরসাইকেলে করে বালিয়াডাঙা যাচ্ছিল। এসময় ধাইনগরে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ মারা যায়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ