শিবগঞ্জে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৪

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুরতর আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন ১৯ বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে।

শিবগঞ্জে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার রানিহাটি এলাকার মৃত কহিনুরের ছেলে মো :আজিজ, মুসলিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মো. মহসিন, সোনামসজিদ এলাকার মো. কালুর স্ত্রী বিলকিস বেগম বেগম ও বিলকিস বেগমের মেয়ে আনিকা ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কলাবাড়ী পাঁকা রাস্তার উপর ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী রাকিবুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন আহতদের উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির জানান,রাকিবুল ইসলাম কে মৃত অবস্থায় আনা হয়েছিল। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ