শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জন আটক

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কানসাট-ভোলাহাট সড়কের দাইপুখুরিয়া ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হল, উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের গুদুর আলীর ছেলে মিলম (২৫), এবাদুল হকের ছেলে সানাউল (১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯) ও ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।

শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, ডাকাতির প্রস্তুতি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে দাইপুখুরিয়া ইদগাহ মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ডাকাত দলের সদস্যদের আটক করতে অভিযান চলছে।

Exit mobile version