মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায় হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে অংশ নেন উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ও মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মানেজিং কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক কামাল উদ্দিন, কানসাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক-সভাপতি আশিক আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, করোনা, নিমুনিয়া, হার্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।